Seclo 20 mg এর কাজ কি | খাওয়ার নিয়ম ও দাম কত
Seclo 20 mg এর কাজ কি | খাওয়ার নিয়ম ও দাম কত সকল বিষয়ে আজ আলোচনা করব। Seclo 20 mg একটি পরিচিতি ট্যাবলেট যেটি স্কয়ার ফার্মাসিটিক্যাল এর মধ্যে লিমিটেড ওমিপ্রাজল গ্রুপের ওষুধ। এই ওষুধটির পূর্ণ ধারণা পেতে পুরো আর্টিকেলটি মনোজযোগ সহকারে পড়ুন।
এই আর্টিকেলটি পড়লে জানতে পারবেন ওষুধটি সাধারণত কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, গর্ব অবস্থায় মায়েরা খেতে পারবে কিনা ও ওষুধটি খাওয়ার নিয়ম,দাম কত কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সকল বিষয়ে আলোচনা করব।
Seclo 20 mg এর কাজ কি
Omeprazole BP একটি প্রতিস্থাপিত বেঞ্জামিন ডাজল জাতীয় ওষুধ যা গ্যাস্ট্রিক এসিড নিঃসরণে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে থাকে। এটি গ্যাস্ট্রিক প্যারাইটল কোষের হাইড্রোজেন,পটাশিয়াম ট্রাইফোসফেট এন্ড জাইম সিস্টেমকে বাধা দিয়ে গ্যাস্টিক নিঃসরণে বাধা প্রদান করে। এই ওষুধটি সাধারণত গ্যাস্ট্রিকের ওষুধ । এই ওষুধটি এখন কারা খেতে পারবেন গ্যাস্ট্রিক এবং গ্যাস জনিত,বুক ব্যথা,গ্যাস হওয়া,বুক জ্বালাপোড়া করা,গলা জ্বালাপোড়া করা,ক্ষুধা মন্দা ইত্যাদি সমস্যার জন্য সেকলো 20 মিলিগ্রাম খাওয়া যাবে।
গ্যাসের ঔষধ খাওয়ার নিয়ম বা seclo 20 mg খাওয়ার নিয়ম
seclo 20 mg ওষুধটি খাওয়ার একটি নিয়ম রয়েছে। যারা প্রাপ্তবয়স্ক ট্যাবলেট ২বার খেতে পারবে খাবার খাওয়ার 30 মিনিট পূর্বে খেতে হবে,সর্বোচ্চ ৪বার খেতে পারবে এটি রোগের উপর ভিত্তি করে পশুদের মাত্রা পরিবর্তন করা যেতে পারে। তবে ওষুধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিবেন সে আপনার সার্বিক দিক বিবেচনা করে ওষুধটি ও খাওয়ার নিয়ম নির্ধারণ করে দিবে।
আমরা সাধারণত আর্টিকেলের মাধ্যমে ওষুধের পরিচিতি দিয়ে থাকি কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি খাওয়া যাবে ও পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সাথে ওষুধ খাওয়ার নিয়ম বলে থাকে। তাই ওষুধটি খাওয়ার পূর্বে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং তার নির্দেশনা অনুযায়ী সেবন করতে পারবেন।মেডিসিন টি মাতৃগর্ভ অবস্থায় খাওয়া যাবে কিনা তার কোন নির্দেশনা পাওয়া যায়নি আপনি চাইলে ডক্টরের সাথে পরামর্শ করে তারপর পরামর্শ অনুযায়ী খেতে পারেন।
সেকলো ২০ এমজি এর পার্শ্বপ্রতিক্রিয়া
প্রতিটি ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি এই ওষুধটির ও পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। অতিরিক্ত মাত্রায় বা দীর্ঘকালীন সময়ে ধরে ওষুধটি সেবন করলে কিছু কিছু রোগীর ক্ষেত্রে ডায়রিয়া, টলপেট ব্যথা হওয়া, মাথাব্যথা,কুষ্টিকাঠিন্য ইত্যাদি সমস্যা দিতে পারে। তবে এটি কম রোগীর ক্ষেত্রে লক্ষণ দেখা দেয় এই ওষুধ নিয়ে অত টেনশন এর কিছু নেই। কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করলে আপনার জন্য বেশি উপকারী হতে পারে।
সেকলো ২০ এর দাম কত
সেগুলো ট্যাবলেটটি বাংলাদেশের যেকোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। সেক্লো ট্যাবলেট প্রতি পিচ ৬ টাকা করে ও একপাতা সেকলো ট্যাবলেট এর দাম ৬০ টাকা করে। আপনারও যদি গ্যাস্ট্রিকজনিত সমস্যা থেকে থাকে তাহলে এই ওষুধটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন।
সতর্কতা ও পরামর্শ
Seclo 20 mg স্কয়ার কোম্পানি। ট্যাবলেট খাওয়ার কিছু সতর্কতা আছে । যে মেয়েরা গর্ব অবস্থায় বা স্তন্যদানকারি মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধটি খাওয়া একদমে উচিত হবে না অথবা এই ওষুধটি না হওয়াই ভালো। অপ্রাপ্তবয়স্ক কেউ এই ওষুধটি সেবন করতে পারবেন না কেননা এই ওষুধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। বাড়ি বা বাসায় ছোট শিশু রয়েছে তাদের হাতের নাগাল থেকে ওষুধ দূরে রাখুন ও ওষুধটি কম তাপমাত্রা ঠান্ডা ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে।
যেকোনো ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই এক্সপায়ার ডেট যাচাই করে কিনবেন। ওষুধটি সেবন করার পূর্বে লাইসেন্সধারী ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।
গ্যাস্ট্রিকের সিরাপ কোনটা ভালো
লেখকের মন্তব্য: Seclo 20 mg এর কাজ কি
সেকলো ২০ এমজি গ্যাসের ট্যাবলেট। এই ট্যাবলেট টি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কয়ার উৎপাদন করে থাকে। ডাক্তারি পরামর্শ অনুযায়ী রোগী এই ওষুধটি সেবন করে থাকে। গ্যাস, বদহজম, গলা জ্বালাপোড়া করা, খুদা মন্দ্রা,বুক জ্বালাপোড়া করা ইত্যাদি এসব কারণে রোগী ওষুধটি সেবন করে থাকে। আপনারও যদি এইসব সমস্যা হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করতে পারেন। যেকোনো ওষুধ সেবন করার পূর্বে সতর্কতা ও ডাক্তার ও পরামর্শ অনুযায়ী খাবেন।
বিডিশপ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url