ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া কত ২০২৫
ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া কত ২০২৫ জানতে চান? আপনাদের জন্য আজকে
এই আর্টিকেলটি তৈরি করা হয়েছে। খুলনা যাওয়ার ট্রেন সুন্দরবন এক্সপ্রেস, চিতা
এক্সপ্রেস, জাহানারা এক্সপ্রেস ঢাকা থেকে খুলনা নিয়ে যায়। ট্রেনের সময়সূচী,
ট্রেনের ভাড়া সব বিষয়ে আলোচনা করব।
আমরা সাধারণত বিভিন্ন কাজের ক্ষেত্রে শিক্ষা, চিকিৎসা, শিক্ষা সফর
ইত্যাদি বিভিন্ন স্থানে ট্রেনে করে যাতায়াত করে থাকি। ট্রেনে করে যাতায়াত
করার জন্য ট্রেনের সময়সূচী, ট্রেনের ভাড়া, গন্তব্য স্থানে পৌঁছানোর
সময়সূচি জানেন না। আপনারা আজ এই সকল বিষয় সম্পর্কে জেনে যাবেন। তাই মনোযোগ
সহকারে আজকের আর্টিকেলটি পড়বেন যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
পেজ সূচিপত্র:ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া কত ২০২৫
- ঢাকা টু খুলনা যে ট্রেনগুলো চলাচল করে ২০২৫
- ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ২০২৫
- ঢাকা টু খুলনা ট্রেন ভাড়া ২০২৫
- সুন্দরবন এক্সপ্রেস ঢাকা টু খুলনা ট্রেনের স্টপেজ সমূহ
- চিতা এক্সপ্রেস ঢাকা টু খুলনা ট্রেনের স্টপেজ সমূহ
- জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা টু খুলনা ট্রেনের স্টপেজ সমূহ
- ঢাকা টু খুলনা কত কিলোমিটার
- ঢাকা টু খুলনা রেলপথে কত কিলোমিটার
- ঢাকা টু খুলনা বিমান পথে কত কিলোমিটার
- লেখক এর মন্তব্য:ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া কত ২০২৫
ঢাকা টু খুলনা যে ট্রেনগুলো চলাচল করে ২০২৫
বর্তমানে আমরা দূরবর্তী স্থানে যাতায়াত করার জন্য ট্রেনে করে যাতায়াত করাটা
বেশি পছন্দ করে থাকি। কেননা ট্রেনে করে যাওয়াটি একটি অ্যাডভেঞ্চারের মত যেখানে
আনন্দ উপভোগ করতে আমরা ভালোবাসি। এই আর্টিকেল লেখা হয়েছে কিভাবে ট্রেনে করে
আনন্দ উপভোগগুলো বাড়িয়ে তোলা যায় ও ট্রেনে করে যাতায়াত করার বিভিন্ন ধরনের
থেকে মুক্ত পাওয়া যায়।
আরো পড়ুন: বিডি সব আইটি
অনেকে আছেন ঢাকা থেকে খুলনা ট্রেনে করে যাওয়ার সময়সূচী, ট্রেনের ভাড়া ও
বিভিন্ন বিষয় সম্পর্কে জানেন না কিন্তু জানতে চান তাদের জন্য এই পোস্টটি
গুরুত্বপূর্ণ হতে চলেছে। চাইলে আপনিও খুব সহজে হয়রানি শিকার না হয়ে ঢাকা থেকে
খুলনা ট্রেনে করে যেতে পারবেন। আর যাতে শিকার না হন তার জন্য আমরা আপনাদের পাশে
আছি ও বিভিন্ন ধরনের সমস্যাগুলো সমাধান দিব।
ঢাকা থেকে খুলনা যাওয়ার জন্য যে ট্রেনগুলো চলাচল করে সুন্দরবন এক্সপ্রেস, চিতা
এক্সপ্রেস, জাহানারা এক্সপ্রেস আপনাকে আপনার গন্তব্য স্থানে পৌঁছে দিবে।
ক্রমিক নম্বর | ট্রেনের নাম | দিন |
---|---|---|
১ | সুন্দরবন এক্সপ্রেস | সপ্তাহে মঙ্গলবার বাদে |
২ | চিতা এক্সপ্রেস | রবিবার |
৩ | জাহানাবাদ এক্সপ্রেস | সোমবার |
ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ২০২৫
ঢাকা থেকে খুলনা ট্রেনের সময়সূচী ও অন্যান্য বিষয় সম্পর্কে অনেকেই জানতে
চান। আবার অনেকে জানার জন্য ইন্টারনেটে বা অনলাইনে খোঁজাখুজি করে সঠিক তথ্য খুঁজে
পাননি তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি ঢাকা থেকে
খুলনা ট্রেনে করে যেতে চান তাহলে প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকাটা
জরুরী। যেমন ট্রেন ছাড়ার সময়সূচী, পৌঁছানোর সময় সূচি, ট্রেনের ভাড়া ইত্যাদি
বিষয় সম্পর্কে জানতে হবে।
আরো পড়ুন: বিডি সব আইডি
আমরা ট্রেনে করে যাতায়াত করাটা বর্তমানে খুবই পছন্দ করে থাকি। কিন্তু ট্রেনে করে
যাওয়ার জন্য কিছু ভোগান্তি রয়েছে যেগুলো আমাদের সহ্য করতে হয়। ট্রেনের টিকিট
কাটা, ট্রেন ছাড়ার সময়সূচী, গন্তব্য স্থানে পৌঁছানোর সময়সূচী, কিভাবে টিকিট
কাটবেন ইত্যাদি এই সকল ভোগান্তিকর সমস্যা থেকে আরাম পাওয়ার জন্য আজকের এই
আর্টিকেলটি আপনাদের মাঝে তুলে ধরা হলো। তাই মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়বেন যা
আপনার জন্য গুরুত্বপূর্ণ।
চলন তাহলে ঢাকা থেকে খুলনা ট্রেনে করে যাওয়ার সময়সূচী 2025 সাল অনুযায়ী
তালিকার মাধ্যমে জেনে নেওয়া যায়।
ক্রমিক নম্বর | ট্রেনের নাম | ট্রেন ছাড়ার সময়সূচী | পৌঁছানোর সময়সূচি | বন্ধের দিন |
---|---|---|---|---|
১ | সুন্দরবন এক্সপ্রেস | সকাল- ০৮.০০ মি: | বিকাল- ০৪:৫০ মি: | সপ্তাহে মঙ্গলবার বাদে |
২ | চিতা এক্সপ্রেস | সন্ধ্যা- ০৭:৩০ মি: | ভোর- ০৫.০০ মি: | রবিবার |
৩ | জাহানাবাদ এক্সপ্রেস | রাত-০৮.০০ মি: | রাত- ১১:৪৫ মি: | সোমবার |
ঢাকা টু খুলনা ট্রেন ভাড়া ২০২৫
ঢাকা থেকে খুলনা ট্রেনে করে যাওয়ার ভাড়া জানতে চান? ঢাকা থেকে
খুলনা ট্রেনে করে যাওয়ার জন্য তিনটি এক্সপ্রেস চালু রয়েছে। তিনটি
এক্সপ্রেস ঢাকা থেকে খুলনা যাওয়ার ভাড়া তালিকার মাধ্যমে বিস্তারিত আলোচনা করা
হলো-
সুন্দরবন এক্সপ্রেস (৭২৬)
আসুন বিন্যাস | ট্রেন ভাড়া |
---|---|
শোভন চেয়ার | ভেট বাদে-৬২৫ টাকা |
স্নিগ্ধা | ভ্যাট সহ-১১৯৬ টাকা |
এসি সিট | ভ্যাট সহ-১৪৩২ টাকা |
চিত্রা এক্সপ্রেস (৭৬৪)
আসুন বিন্যাস | ট্রেন ভাড়া |
---|---|
শোভন চেয়ার | ভ্যাটসহ-৬৩০ টাকা |
স্নিগ্ধা | ভ্যাট সহ-১২০৮ টাকা |
এসি বিজনেস | ভ্যাট সহ-২১৬৮ টাকা |
জাহানাবাদ এক্সপ্রেস (৮২৬)
আসুন বিন্যাস | ট্রেন ভাড়া |
---|---|
শোভন চেয়ার | ভ্যাট বাদে-৪৪৫ টাকা |
স্নিগ্ধা | ভ্যাট সহ-৮৫১ টাকা |
এসি সিট | ভ্যাট সহ-১০১৮ টাকা |
সুন্দরবন এক্সপ্রেস ঢাকা টু খুলনা ট্রেনের স্টপেজ সমূহ
সুন্দরবন এক্সপ্রেস ঢাকা টু খুলনা ট্রেনের স্টপেজ সমূহ যেসব স্টেশনে ট্রেনটি থেমে
থাকে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে সুন্দরবন
এক্সপ্রেস বেশ কিছু স্টেশনে কিছু সময়ের জন্য থেমে থাকে এবং খুলনার উদ্দেশ্যে
ট্রেনটি আবার রওনা হয়। ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে যে স্টেশনগুলোতে
ট্রেনটি থেমে থাকে স্টেশন গুলোর নাম তালিকার মাধ্যমে আপনাদের মাঝে বিস্তারিত
জানানো হলো:
ক্রমিক নম্বর | বিরতি স্টেশনের নাম |
---|---|
১ | ঢাকা |
২ | বিমানবন্দর |
৩ | জয়দেবপুর |
৪ | টাঙ্গাইল |
৫ | বঙ্গবন্ধু সেতু পূর্ব |
৬ | এস এইস এম |
৭ | মনসুর আলী |
৮ | উল্লাপাড়া |
৯ | বড়াল ব্রীজ |
১০ | চাটমোহর |
১১ | ইশ্বরদী |
১২ | ভেড়ামারা |
১৩ | পোড়াদহ |
১৪ | আলমডাঙ্গা |
১৫ | চুয়াডাঙ্গা |
১৬ | কোট চাঁদপুর |
১৭ | যশোর |
১৮ | নোয়াপাড়া |
১৯ | খুলনা |
চিতা এক্সপ্রেস ঢাকা টু খুলনা ট্রেনের স্টপেজ সমূহ
চিত্রা এক্সপ্রেস (৭৬৪) ঢাকা টু খুলনা যাওয়ার পথে বেশ কিছু জায়গাতে
ট্রেনের স্টপেজ বা ট্রেনটি নিয়ম অনুসারে কিছু সময়ের জন্য থেমে থাকে। এবং
পরবর্তী সময়ের ট্রেনটি যথাযথ সময়ে ঢাকা থেকে খুলনা যায়। ঢাকা থেকে খুলনা
যাওয়ার পথে যে সব স্টেশনে ট্রেনটি কিছু সময়ের জন্য থেমে থাকে সেসব স্টেশনগুলো
তালিকার মাধ্যমে আলোচনা করা হলো:
ক্রমিক নম্বর | বিরতি স্টেশনের নাম |
---|---|
১ | ঢাকা |
২ | বিমানবন্দর |
৩ | জয়দেবপুর |
৪ | টাঙ্গাইল |
৫ | বঙ্গবন্ধু সেতু পূর্ব |
৬ | এস এইস এম |
৭ | মনসুর আলী |
৮ | উল্লাপাড়া |
৯ | বড়াল ব্রীজ |
১০ | চাটমোহর |
১১ | ইশ্বরদী |
১২ | ভেড়ামারা |
১৩ | পোড়াদহ |
১৪ | আলমডাঙ্গা |
১৫ | চুয়াডাঙ্গা |
১৬ | কোট চাঁদপুর |
১৭ | যশোর |
১৮ | নোয়াপাড়া |
১৯ | খুলনা |
জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা টু খুলনা ট্রেনের স্টপেজ সমূহ
জাহানাবাদ এক্সপ্রেস (৮২৬) ঢাকা টু খুলনা ট্রেনের স্টপেজ সমূহ জানতে চান। ঢাকা
থেকে খুলনা যাওয়ার পথে ট্রেনটি বেশ কিছু স্টেশনে বিরত নিয়ে থাকে নিয়মিত কিছু
সময়ের মধ্যে এবং পরবর্তী সময়ে ট্রেনটি খুলনা যাওয়ার উদ্দেশ্যে চলে যায়। ঢাকা
টু খুলনা যাওয়ার পথে ট্রেনটি যেসব গুলোতে থেমে থাকে স্টেশনগুলো তালিকার মাধ্যমে
দেখানো হলো:
ক্রমিক নম্বর | বিরত স্টেশনের নাম |
---|---|
১ | ঢাকা |
২ | ভাঙ্গা |
৩ | কাশিয়ানী |
৪ | লোহাপড়া |
৫ | নড়াইল |
৬ | সিংগিয়া |
৭ | নোয়াপাড়া |
৮ | খুলনা |
ঢাকা টু খুলনা কত কিলোমিটার
ঢাকা থেকে খুলনা কত কিলোমিটার আপনি কি জানতে চান? অনেকে রয়েছে ঢাকা থেকে খুলনা
কত কিলোমিটার সে সম্পর্কে অনলাইনে অনুসন্ধান করে থাকে। আপনি যদি জানতে চান ঢাকা
থেকে খুলনা দূরত্ব কত কিলোমিটার হতে পারে তাহলে চলুন এই আর্টিকেলের মাধ্যমে
বিস্তারিত আলোচনা জেনে নেওয়া যাক। হাইওয়ে চড়কপথে ঢাকা থেকে খুলনা অনলাইনে
গুগল ম্যাপ অনুযায়ী ২১৯.৪ কিলোমিটার হতে পারে।
আরো পড়ুন: বিডিশপ আইডি
ঢাকা টু খুলনা আরও বিস্তারিত আলোচনা জানতে মনোযোগ সহকারে আমাদের আর্টিকেলটি
পড়বেন। এই আর্টিকেলটি পড়লে আপনি ঢাকা টু খুলনা সকল বিস্তারিত আলোচনা সম্পর্কে
খুব সহজে জানতে পারবেন। এবং আপনার প্রয়োজনীয় তথ্যগুলো আজকের
আর্টিকেলটি পড়ে জানতে পারবেন। তাই অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ
পর্যন্ত আর্টিকেলটি পড়ুন।
ঢাকা টু খুলনা রেলপথে কত কিলোমিটার
ঢাকা থেকে খুলনা রেলপথে কত কিলোমিটার হতে পারে আপনি কি জানতে চান? তাহলে মনোযোগ
সহকারে আজকের আর্টিকেলটি পড়বেন। ঢাকা থেকে খুলনা সড়কপথে গুগল ম্যাপ অনুসন্ধান
অনুযায়ী ২১৯.৪ কিলোমিটার প্রায় হতে পারে। আবার রেলপথে ঢাকা থেকে খুলনা কত
কিলোমিটার হতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
ঢাকা থেকে খুলনা রেলপথে দূরত্ব ও বিভিন্ন সূত্র অনুসারে জানতে পারা যায়। ঢাকা
কমলাপুর রেলস্টেশন থেকে টাঙ্গাইল বঙ্গবন্ধু হয়ে যদি খুলনা ট্রেনটি পৌঁছায় তাহলে
ঢাকা থেকে খুলনা ৪০৪ কিলোমিটার হতে পারে।
আবার ট্রেনটি যদি ঢাকা থেকে খুলনা রেল পথে যাওয়ার পথে পদ্মা সেতু পাড়ি দিয়ে
খুলনা পৌছায় তাহলে ঢাকা থেকে খুলনা রেলপথে দূরত্ব ২২৭ কিলোমিটার। এতে করে
যাত্রীদের সময় অনেকটা বেঁচে যাবে এবং দূরত্ব প্রায় কমে গিয়েছে অনেকটা।
ঢাকা টু খুলনা বিমান পথে কত কিলোমিটার
ঢাকা টু খুলনা বিমান পথে ২২৭ কিলোমিটার দূরত্ব হয়ে থাকে। এবার আপনি সড়কপথে,
রেলপথে বিমান পথে দূরত্ব ও সময় সাপেক্ষে নির্বাচন করে ঢাকা থেকে খুলনা যেতে
পারেন। আপনি যদি ঢাকা থেকে খুলনা যেতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য খুবই
গুরুত্বপূর্ণ। আশা করি আর্টিকেলটি পড়ে আপনাদের ভালো লেগেছে।
লেখক এর মন্তব্য:ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া কত ২০২৫
আমরা বর্তমানে ট্রেনে করে যাতায়াত করাটা অনেক পছন্দ করে থাকি। ঢাকা টু খুলনা
ট্রেনের সময়সূচী ও ভাড়া কত 2025 সাল অনুযায়ী আপনাদের মাঝে আজ বিস্তারিত আলোচনা
তুলে ধরা হলো। আজকের আর্টিকেলটি পরে আশা করি আপনারা উপকৃত হবেন সাথে আর্টিকেলটি
পড়তে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন। ঢাকা থেকে খুলনা
কিভাবে আপনারা ট্রেনে করে সহজে যেতে পারেন ও যাত্রা আরামদায়ক করা যায় সে সকল
বিষয়ে লক্ষ্য করা হয়েছে। তাই আজকে আর্টিকেলটি তৈরি করা হলো।
বিডিশপ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url